বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ক্ষেত্রে কেন্দ্রের নয়া ডিজিটাল নিয়ম চালু করে কেন্দ্রের তরফ থেকে এবং এই নয়া নিয়ম মানতে বলা বলা হয় ।এই নয়া নিয়ম চালু করলে সব সোশাল মিডিয়া মানতে রাজি হলেও টুইটার মানতে রাজি হয় না । গত সপ্তাহে কেন্দ্রের তরফে নয়া সোশাল মিডিয়ায় গাইডলাইন মানতে টুইটারকে কড়া চিঠি দেয় কেন্দ্র। সুত্রের খবর থেকে জানা গিয়েছে,কেন্দ্রের এই নয়া নিয়ম মানতে রাজি হয় তবে করোনা আতিমারির কারনে আরও একটু সময় নেবে বলে জানালো টুইটার ।
টুইটার এক মুখপাত্র জানান তাঁরা ভারতের নয়া ডিজিটাল আইন সঙ্গে এগিয়ে যেতে রাজি । তবে তারা কিন্তু সময় নিয়ে এই সিদ্ধান্ত উপনিত হতে চাইছেন । টুইটার বলেন তারা এই আইনের প্রাতি গভীরভাবে দাইবদ্ধ বলে জানান । তাঁরা জানান ভারতের আইন মেনে চলতে সমস্তরকম পদক্ষেপ নিচ্ছে টুইটার । কেন্দ্রের নির্দেশ মেনে স্ফূর্তি প্রিয়াকে সংস্থার তরফে গ্রিভ্যান্স মানেজের বলে সম্বোধন করেছেন ।
তবে ফেসবুক , ইউ টিউবসহ একাধিক সোশাল মিডিয়া নয়া নির্দেশিকা আইন মেনে নিয়েছে ।তার কোনোরকম প্রাতিবাদ করেনি কিন্তু টুইটার এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।এখন তাঁরা এই নির্দেশিকা আইন মানতে স্বীকার করে এবং কিছুটা সময় চেয়ে নিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box