প্যারালিপিক্স অনুষ্ঠিত হবে টোকিওতে আগামি ২৪ শে আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত । শুরুই আগেই ইতিহাস লিখে ফেললেন আমাদের দেশের মেয়ে অরুনা তনওয়ার । ওয়াইল্ড কাড়ড পাওয়ার পরই বিশ্বের সবছেয়ে বড়ো ম্যাল্টি স্পোর্টিং ইভেন্টের অংশগ্রহন করতে চলেছেন দেশের মেয়েয় অরুনা তনওয়ার। তিনি প্রথম ভারতীয় হিসাবে প্যারা লিপিক্স তাইকন্ডো বিভাগে লড় বেন ।
ক্তি বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারতের তাই কন্ডোপ্রেসিডেন্ট নামদেব শিরগাওকর বলেন ' অতীতের অসাধারন পারফরম্যান্সই অরুণকে প্যারালিপিক্সে ওয়াইল্ড কারদ এন্ট্রি পাইয়ে দিয়েছে । অরুনা ভারতের প্রতম অ্যাথলিট হিসাবে প্যারালিপিক্সে অংশগ্রহন করবে । ভারতে প্রথম তিনিই অনান্য অ্যাথলিটদের জন্য একতা দরজা খুলে দিয়েছেন।
তার এই অ্যাথলিট হিসাবে প্যারালিপিক্সে অংশগ্রহন বিশেষত মহিলা অ্যাথলিটদের বিশেষ ভাবে অনুপ্রানিত করেছে । আমারা ধন্যবাদ জানাই বিশ্ব তাইকন্ডো ফেডারেশনকে অরুনাকে প্যারালিপিক্সে সুযোগ দেওয়ার জন্য। আমারা ঈশ্বরের কাছে তিনি যেনেও প্যারালিপিক্সে জিতে দেশের জন্য পদক নিয়ে আসতে পারে ।
৪৯ কেজি অনূর্ধব বিভাগে বিশ্বের মধ্যে চার নম্বরে আছে । তিনি তাই কন্ডো পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ান ছিলেন । বিগত চার বছর ধরে অরুনা এশিয়ান প্যারালিপিক্সে তাই কন্ডো চ্যাম্পিয়ানশিপ এবং বিশ্ব প্যারা তাইকন্ডোতে নিয়মিত পদক জিতে ছেলেন। অরুনার এই প্যারলিপিক্সে জিতে পদক আনার ব্যাপারে সবাই আশাবাদি বিশেষ করে ভারতিয়ী তাই কন্ডো মহলে
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box