ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেনাল্টিতে দুটো গোল দিয়ে দলকে জিতিয়ে ‘এফ’ গ্রুপের কঠিন ম্যাচে ইউরোর শেষ ষোলোয় পর্তুগালকে পৌঁছে দেওয়াই পাশাপাশি তিনি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন।তিনি ফুটবল কেরিয়ারে কম রেকর্ড করেনি তবে এবারের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডও ছুঁলেন পর্তুগালের এই তারকা। \
এতদিন পর্যন্ত সর্বচ্চ গোলের রেকর্ডের স্থানে ছিলেন ইরানের আলি দায়ি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বুদাপেস্টে কঠিন ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দলের হয়ে দুটো পেলন্টি গোল করে দায়ির ১০৯ গোলের রেকর্ড ছাড়িয়ে ফেললেন।
এর আগে তিনি আগে তিনি আনান্য ফুটবল তারকার মেসি, মারাদোনার গোলের রেকর্ড ছাড়িয়ে ছিলেন। এতদিন পর্যন্ত ছিল তার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দায়ির রেকর্ডও তিনি ছুয়ে ফেললেন। ১৯৯৩ থেকে ২০০৬ সালের ইতিহাসে তার ইরানের হয়ে ১০৯ গোল সর্বচ্চ রেকর্ড করেছিলেন। দায়ির সর্বচ্চ গোল রেকর্ড জন্য তাকে "শরিয়ার", অর্থাৎ পারস্য সম্রাট বলা হতো। এই রেকর্ডে ভাগ বসিয়ে রোনাল্ডো, ইউরোর শেষ ষোলোয় দল কে তুল লেন । এককভাবে ইয়রতে বিশ্বরেকর্ডের অধিকারী হওয়ার সুযোগ পায়।
যদিও দায়ি অবশ্য আগেই জানিয়েছিলেন, রোনাল্ডোর কাছে তার এই রেকরড ভাঙ্গা খুব একতা কঠিন কাজ না । ফুটবল ইতিহাসের নাম করা খেলোয়ার মধ্যে মেসি, মারাদোনা এবং রোনাল্ডো নাম। তিনি এও বলেন রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য, রোনাল্ডোর মধ্যে সেই ক্ষমতা আছে সে ভেঙ্গেছে । তিনি একজন এমন বড়ো মাপের খেলোয়াড় তার প্রশংসা করার প্রয়োজন পরে না ।
বুধবারেরে খেলায় ১০৭ গোল রেকর্ড খেলতে নেমেছিলেন রোনাল্ডো। ফরাসি গোলরক্ষক হুগো লরিসের ফাউলের শিকার হলে পেনাল্টিতে গোল দেয়, রোলান্ডো। ম্যাচের শুরুর ৩০ মিনিটের মধ্যে রোলান্ডো দুটো গোল দিয়ে দলকে এগিয়ে দিলেন।
গোল করতে ভুল করেননি শিকারি রোনাল্ডোর। পিছিয়ে পড়া ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ৬০ মিনিটের মধ্যে সমতায় ফেরান এই রোনাল্ডোই। তিনি নিজেই পেনাল্টি আদায় করে নিয়ে গোলটি করতেই তিনি পৌঁছে যান ১০৯ গোলে করে আলি দায়ির রেকর্ড ছুঁয়ে ফেলেন। প্রথম ইউরোপীয়ান ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে মোট ২১ টি গোল করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box