করোনার এই অতমারির কারনে খেলা বন্ধ রাখা হয়েছিল। এক বছর পর আবার শুরু হয়েছে টূর্নামেন্ট খেলা দিয়ে। শুক্রবার থেকে ফুটবলের ধুন্ধুমার হতে চলেছে ইউরো কাপের লড়াই।রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে ইউরো কাপের প্রথম শুভারম্ভ তুরস্ক বনাম ইতালি । ফুটবল প্রেমীদের বিশ্বকাপের পরই প্রতীক্ষিত টুর্নামেন্ট ইউরো । গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচের পরই জানা গেলো ইউরোর শেষ ষোলোয় কারা খেলবে ।
বুধবার স্লোভাকিয়াকে ৫-০ গোলে হারালো স্পেন, পোল্যান্ডকে ৩-২ গোলে হারাল সুইডেন এবং রোনাল্ডোর পর্তুগাল ফ্রান্সের ২-২ গোলে সমতা করল ৷শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করল ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন এবং ফ্রান্স ৷ অন্যদিকে নকআউটে গেল ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন এবং জার্মানি ৷ এছাড়া বাকি দল গুলি হোলো সুইৎজারল্যান্ড, ইউক্রেন এবং চেক প্রজাতন্ত্র ৷
ইউরো ২০২০-র শেষ ষোলোর খেলার সময়সূচি
ভারতিয়ি সময় অনুযায়ী খালার সময় গুলি নিচে দেওয়া হলো
১. ২৬ জুন - ডেনমার্ক বনাম ওয়েলস - ( রাত ৯:৩০টা)
২. ২৭ জুন - অস্ট্রিয়া বনাম ইতালি - ( ১২:৩০টা)
৩.২৭ জুন - চেক প্রজাতন্ত্র- বনাম নেদারল্যান্ডস ( রাত ৯:৩০টা)
৪. ২৮ জুন -পর্তুগাল বেলজিয়াম- ( রাত ১২:৩০টা)
৫. ২৮ জুন - স্পেন- বনাম ক্রোয়েশিয়া ( রাত ৯:৩০টা)
৬.২৯ জুন - ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড- (রাত ১২:৩০টা)
৭. ২৯ জুন - ইংল্যান্ড বনাম জার্মানি -( রাত ৯:৩০টা)
৮. ৩০ জুন - ইউক্রেন বনাম সুইডেন- ( রাত ১২:৩০টা
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box