দিঘায় দিঘায় পর্যটক নেয় , ফাঁকা হটেলের মধ্যে আর এক অপমৃত্যু হয়ে গেলো ! আতঙ্ক দিঘাবাসী ও পর্যটকরা


দিঘায় আবারো ফের দেখা গেলো এক অস্বাভাবিক মৃত্যু যার কোনও হদিশ পাওয়া যাচ্ছে না তবে এই মৃত্যু কিসের কারনে তা এখনও পর্যন্ত জানা যায়নি যা ইতিমধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।।এবার অস্বাভাবিক মৃত্যু হল নিউ দিঘার 'ওশিয়ানা' নামের এক হোটেল কর্মীর। গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেলেরই কোনো একটি ঘর থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয় ।জানা গিয়েছে মৃতের নাম শ্রীকৃষ্ণ কামিলা ৪২ বছর বয়সী, ঐ হোটেলে একজন কর্মী  ছিলেন।

তার এই অস্বাভাবিক মৃতকে ঘিরে নানান প্রশ্ন উঠছে, তিনি নিজে আত্মহত্যা করেছেন না তাকে মেরে  ফেলা হয়ছে। । তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, তা তদন্ত করে খুঁতিয়ে দেখছেন  দিঘা থানার পুলিশ। নিউ দিঘার এই ওশিয়ান হোটেল থেকে শুক্রবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দিন কয়েক আগের ঘটনাটি নিউ দিঘায় এক হোটেল মালিক তাঁর হোটেলেই খুন হতে  দেখা গিয়েছিলে। খুনের ঘটনায় তদন্ত করে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দিঘা থানার পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। এই খুনের ঘটনার রেশ না কাটতেই ফের আবার হোটেলের রুম থেকে এক হোটেল কর্মীর ঝুলন্তদেহ উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই  দীঘাবাসীর চাঞ্চল্য ছড়িয়েছে । সুত্র থেকে খবর  পাওয়া যাচ্ছে মৃত বাক্ত্যির বাড়ি নাকি পূর্ব মেদিনীপুরেরই এগরায়।

করোনার এই অতিমারি কারনে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকায় দিঘার হোটেলগুলিতে পর্যটক শূন্য৷ ফলে বড় বড় হোটেলে কোনও ভ্রমনকারি বেরাতে না যাওয়ার কারনে  হটেলের বহু ঘরই ফাঁকা পড়ে থাকছে৷ আর সেই সুযোগতেই হোটেলের ঘরের মধ্যেই দু' জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘতে গেলো ৷ সীমিত সংখ্যক যে পর্যটকরা দিঘায় বেরাতে আসতেন তাদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদের পাশাপাশি হোটেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু  স্থানীয় বাসিন্দাদের  মধ্যে চাঞ্চাল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে এক আতঙ্কের চাপ ফুটে উঠেছে। 

Post a Comment

Please do not enter any spam link in the comment box

নবীনতর পূর্বতন