আমদের একটি গুরত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যাম হলো টুইটার।নয়া ডিজিটাল আইন মানতে শেষবারেরে মতো নোটিস দেওয়া হলো। কেন্দ্র তরফ থেকে নোটিসে বলা হয় এই নির্দেশ অমান্য করলে কড়া শাস্তি ব্যাবস্থা হবে। এর আগে বিভিন্ন সোশ্যাল মাধ্যমকে নয়া নির্দেশিকা নিয়ম ধার্য করা হয়ে ছিলো।।তবে ইতিমধ্যেই ফেসবুক, গুগল ,ইউটিউব সহ একাধিক সোশ্যাল মিডিয়াই নয়া নির্দেশিকা আইন আইন তাঁরা মেনে চলছে । কিন্তু এই নয়া আইন কেন্দ্রের বিরুদ্ধে যায় টুইটার।এবারে এই সঙ্গাতের মাঝেই কেন্দ্রতের তরফ থেকে চূড়ান্ত নোটিস ধরাল কেন্দ্র।
গতো শনিবারের, তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের সাইবার আইন বিভাগের গ্রুপ কো অর্ডিনেটের রাকেশ মাহেশ্বরী ভারতে টুইটারের ডেপুটি জেনারেল কাউন্সিল জিম বেকারকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিতে তে উল্লেখিত আছে, বারবার চিঠি পাঠানোর সত্ত্বেও নয়া নীতি না মানার কারন সঙ্গতিপূর্ণ ব্যাখা দিতে পারেনি টুইটার।
টুইটারের অভিযোগ নয়া ডিজিটাল আইন বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে নানা বিষয়ে নিয়ে দন্দের শুরু হয়।কেন্দ্রের সতর্ক বার্তা টুইটারকে ,বাকি সোশ্যাল মিডিয়ার মতো কেন্দ্রের নয়া আইন মেনে চলতে হবে তা নাহলে কড়া ব্যবস্থ্যা নেওয়া হবে।
প্রসঙ্গত শনিবার সকালে হঠাৎই উপ রাষ্ট্রপতি বেঙ্কাই নাইডুর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেয়। ছয় মাস যাবৎ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকার কারন দেখিয়ে ছিলেন টুইটার,। পরে অবশ্য কেন্দ্রের চাপে অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন । এরকম একি ঘটনা ঘটতে দেখা যায়, আর.এস.এস প্রাধান মহন ভগবতসহ আর কয়েক নেতার সঙ্গে ।এই আবহের মাঝেই নয়া ডিজিটাল আইনের (new IT rules ) চূড়ান্ত নোটিস দিলো কেন্দ্র।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box