করনার এই আতিমারির কারনে মানুষের আর্থিক অবস্থ্যার ন্যাজে হাল।সাধারন মানুষের কর্ম সকংট এই অব্যস্থ্যাতে দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম ভিন্নতা দেখা যাচ্ছে।হাসপাতালে দামের ভিন্নতার কারনে কেন্দ্রের কড়া নির্দেশ।
বেসরকারি হাসপাতালে কোভিড ভাক্সিনের দাম বেঁধে দিলো কেন্দ্র । বর্তমানে করোনা ভাইরাসের এই সংকটে দেশজুড়ে সারা দেশ জুড়ে কালবাজারিরি কথা উঠছিলে।এই ভ্যাকসিনের নানা জায়গাই নানা ভাবে দাম নেওয়ার অভিযোগ উঠে আসে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে। এই বেসরকারির হাসপাতাল ক্ষেত্রে এই অভিযোগ উঠল , এই ভাইরাসের টিকার ন্যায্য মূল্যের তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে। তাই এবারে এই মাত্রা অতিরিক্ত দাম বন্ধের উদ্যেগ নিল কেন্দ্র।
স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ভ্যাকসিনের উপর ৫ শতাংশ জি এস টি যোগ করা হয়েছে। হিসাবে দেখা যাচ্ছে, কোভিড শিল্ডের দামে হবে ৩০ টাকা( সরকারি দাম ৮১০ টাকা),কো ভ্যাকসিনের জন্য দিতে হবে ৬০ টাকা ( সরকারি দাম ১৪১০) ও স্পুটকিনের জন্য দিতে হবে ৪৭.৪০ টাকা( সরকারি দাম ১১৯২ টাকা ) বেশি দাম পরবে। এটিও পাশাপাশি ধার্য করা হোলো হাসপাতালে টিকা দেওয়ার সর্বোচচ্য সার্ভিস চার্জ করতে পারে ১৫০ টাকা তার বেশি করতে পারবে না।
রাজ্য সরকারের তরফ থেকে ভাক্সিন দামের উপর নজর রাখতে বলা হয়েছে ।কারও বিরুদ্ধে কেন্দ্রের বাঁধা দামের বেশি নেওয়া অভিযোগ এলেই মহমারি মকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে ।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box