এই করোনা ভাইরাসের বর্তমান পরিস্তিতির জন্য চলতি বছরেতেই কেন্দ্রের তরফ থেকে CBSE পরীক্ষা বাতিল করা হল।
আজকে বৃহস্পতিবার ,কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী CBSE পরিক্ষাড় পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে একটি বৈঠক করা হয়। তবে বৈঠকে হঠাৎ উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। তিনি নিজেই গিয়ে পড়ুয়া ও অভিভাবকদের সমস্ত কথা শুনেন।
ভাইরাসের জেরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হল। তবে এই বৈঠক উপস্তিত পড়ুয়া ও অভিভাবকদের নান নানা ছেলে মেয়েদের ভব্যিষতের কথা উঠে। তাদের সেই সবকথা শুনলেন বৈঠকে উপস্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৈঠকে বলা হয়, যে গত একবছরের পারফরমেন্স দেখা হবে পড়ুয়াদের।
অন্যদিকে অতিমাত্রাই বাড়ছে করোনা সংক্রমণের হার। তবে এবারে তরুণ প্রজন্মদের বিপদের ঝুঁকি বেশি বনলে জানা গিয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হওয়ার পর ১জুন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি একটি বৈঠক হই বলে জানা গিয়েছে । বৈঠকে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই covid পরিস্তিতে পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথাই রেখে পরীক্ষা বাতিল করা হল।
আজকে আচমকাই বৈঠকে প্রবেশ করে পড়ুয়া ও অভিভাবকদের সমস্ত কথা নরেন্দ্র মোদি নিজেই শুনলেন।ছেলে মেয়দের বর্তমান পড়াশোনার যে পরিস্তিতি সমস্ত কিছু তলে ধরেন তাদের অভিবাকরা।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box