দ্রুত কমবে খাদ্যদ্রব্য জিনিসের দাম, আশ্বাসবানী কেন্দ্রের


করোনার এই অতিমারির কারনে সাধারন মানুষের জীবনে আনেকটাই বিখিন্নিত করে তুলেছে।এঁকে তো মানুষের কাজ করম প্বিরায় নেয় বল্লেই চলে এমন অবস্থায় আবার দ্রব্য মুল্যের মাত্রারিক্ত দাম।শত দেশের খাদ্যমুলের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি ঘটেছে। সমীক্ষা থেকে জানা গেছে গত মে মাসে পাইকারতি মুদ্রাস্ফীতি ঘটেছে। করোনার কালের মাঝেই ঘতে গেছে খাদ্য মূলের স্থা সাথে জ্বালানি মূলের দাম ও বেড়ে গিয়েছ। রাজ্যে রাজ্যে লকদাউন হওয়ার কারনে দেশে অরথনেইতিক ক্রিকলাপের থমকে যাচ্ছে। এই দ্রব্য মূলের দাম বৃদ্ধি সাধারন মানুষের নাজেহাল অবস্থা হয়ে পরেছে। 

দেশে পাইকারি মুদ্রা মুল্য স্ফীতি রেকর্ড ছুয়েছে ।করোনা পরিস্থিতিতে প্রাভাবে দেশে খাদ্য দ্রাব্যের দাম ক্রমশ বেরেই চলেছে যা কমার কোনো বালায় দেখা যাচ্ছে না । ইতিমধ্যেই ভোজ্য তেলের দাম বেড়ে দিগুণের কাছকাছি হয়ে দাড়ীয়েছে ।তবে এর মাঝেই শুক্রুবার আশ্বাস দিয়েছে কেন্দ্রের মুখ্য উপদেস্টা কে ভি সুব্রক্ষণ্যাম।

 তিনি জানান ,এই আনলক পর্বের সাথে দ্রুত চালু হবে দেশের অর্থনেইতিক ক্রিয়াকলাপ । তিনি এও বলেন এবছর বর্ষার সঠিক আসায় চাষবাসের উন্নতি ঘটবে | তাই দ্রুত কমে বাজারে খাদ্য সামগ্রি দাম। সেই সঙ্গে আয়ত্ত  আসবে পাইকারি মুদ্রাস্ফিতির দাম । প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার কথা উল্লেখ করে তিনি বলেন , প্রধান মন্ত্রী বিনা মুল্যে রেশন প্রকল্পের জন্য দেশের সর্বত্র জায়গায় এই মুদ্রা স্ফীতি ঘটবে না।

দেখা গেছে মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতি হার ১২.৯৪ শতাংশ পোঁছে  গিয়ে রিসারভ বাঙ্কের রেকর্ড চাপিয়ে গেছে। আর আগের এপ্রিল মাসে ১০.৪৯ শতাংশ এবং মার্চ মাসে ৭.৩৯ শতাংশ ছিলো । তবে বিশেষজ্ঞদের মতে মুলুত পেট্রোলিয়াম মুল্য বৃদ্ধি এর প্রাধান কারন।গত মাসের পেট্রলের ডিজেলের দাম দ্রুতহারে বেড়েছে এবং বহু জায়গায় পেট্রলের দাম ১০০ পার করেছে। 

Post a Comment

Please do not enter any spam link in the comment box

নবীনতর পূর্বতন