আবারো দলবদল করতে দেখা গেলে ঝাড়গ্রামে জঙ্গলমহলের গেরুয়াশিবির বিজেপির দল।ভোটে জিততে না জিতেই একাধিক জায়গায় দলবদলের করতে দেখা গেলো।বিধায়কের হাত ধরেই দলবদল একিসঙ্গে ঝাড়গ্রামের প্রধান ও উপপ্রাধানের।সেই সঙ্গে ঝাড়গ্রামের একটি পঞ্চায়েতের ক্ষমতা হারাল বিজেপির দল। বিধায়ক খগ্রেন্দ্রনাথ মাহাতের হাত ধরে শাসক দলে জগদান করলো ঝাড়গ্রামের প্রধান ও উপপ্রাধানের সহ অনুগামিরা।
ঝারগ্রামে গোপীবল্লভপুর বিধানসভার ছত্রী গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা ছিল ৮ । ২০১৮ পঞ্চায়েত ভোটে ৬ টিতেই জিতেছিল বিজেপি এবং তৃণমূল পেয়েছিল মাত্র ২ টি আসন।সম্প্রতি বিজেপি দলের তিন জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির সদস্য সংখ্যা কমে গিয়ে তৃণমূলে আসন সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় ৫ টি। এরপরে পঞ্চায়েত প্রধানের ওপর অনাস্থা প্রাস্তাব আনে তৃণমূল । এইদিন পঞ্চায়েত অফিসে বিডিও একাধিক লোক নিয়ে ভোটাভুটি চলে। পঞ্চায়েত প্রধান নিজেও আর একজন সদস্য অনুপস্থিত ছিলেন। প্রঞ্চায়েত দখল করে শাসক দল এবং নুতুন করে প্রধান নির্বাচন করা হবে বলে জানাই প্রশাসন ।
যেদিন ছত্রী পঞ্চায়েত হাত ছাড়া করে, সেদিনিই স্থানীয় চুনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে উপপ্রধান রাসমনি তৃণমুলে যোগদান করেন তার হাতে দলিয় পতাকা তুলে দেয় গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box