ব্রজ রায়ের প্যাথোলজিকাল পোস্ট মর্টেম রিপোর্ট করোনা আক্রান্ত হয়ে ফুসফুসের অস্বাভাবিক পরিবরতন লক্ষ্য করতে দেখা গেছে

 ব্রজ রায়ের মেডিক্যাল পোস্ট মর্টেম রিপোর্ট জমা পড়লো স্বাস্থ্য ভবনে । সেই রিপোর্টে কিডনি ও ফুসফুসের উল্লেখযোগ্য পরিবরতন দেখা গিয়েছে বলে জানিয়েছে । 

উনার কিডনি ও ফুসফুসের বাইরে ও ভিতরে কিছু অস্বাভাবিক পরিবরতন দখা গিয়েছে । কোশের মধ্যে কিছু পরিবরতন লক্ষ্য ক্রা গিয়েছে এই পরিবরতন করোনার কারন হিসাবে চিনহিত করা হচ্ছে। স্বাস্থ্য ভবন সুত্র থেকে খবর যতদিন অতিক্রম হবে আরও বিস্তারিত ভাবে জানানো হবে  বলেছেন গবেষকরা । ডাক্তারসহ বিষেজ্ঞরা বলেছেন, করোনা শরীরে অন্তর মহলে বাসা বাধলে ঠিক কি কি পরিবরতন লক্ষ্য করা যাচ্ছে এবং কিভাবে শরীরে বিস্তার করছে তা জানানো হবে বলেছেন। 

এতদিন পর্যন্ত জানা ছিলো করোনা সঙ্ক্রমনে মানুষ মারা যাচ্ছে ফুসফুসের অস্বাভাবিক পরিবরতনের জন্য।তবে এই ব্রজ রায়ের প্যাথোজনিক্যাল থেকে জানা যাচ্ছে ,করোনা আক্রান্ত হলে ফুস্ফুস ও কিডনির উভয়ে পরিবরতন আসছে। যদিও ব্রাজ রায় কিডনির রোগে আক্রান্র ছিলেন কিন্তু এমন কিছু পরিবরতন দেখা গিয়েছে যা করোনা আক্রাকন্তের পর ঘটেছে।

ব্রাজ রায় ৮৪ বছরে বসয়ে কোভিড আক্রান্ত হয়ে মারা জান ।একাধিক রোগ ছিল তার । SSKM হাসপাতালে সেই সক্রান্ত অসুবিধার কারনে ভর্রিতি হন তিনি রিপোর্টে করোনা পজিটিভ আসে এবং মে মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। 

ব্রজ রায় গনদর্পন  দেহ ও অঙ্গ দান্  আন্দলেনের পথিকৃৎ ছিলেন।তিনির বাংলার দেহদান ও অঙ্গদান উপযোগিতা  ও জনপ্রিয়তা করারা কাজে অক্লান্ত পরিশ্রাম করেছেন । তিনি বাম আন্দলেনের সঙ্গে যুক্ত ছিলেন।গনদ্ররপন  গোষ্ঠীর আবেদনে প্রাথম কোনও কোভিড আক্রান্তের অটোপসি করা হয় রাজ্যে।

Post a Comment

Please do not enter any spam link in the comment box

নবীনতর পূর্বতন